মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে এক কলেজ প্রভাষক আত্মহত্যা করেছে। আত্মহননকারী প্রভাষকের নাম শাকের উল্লাহ (৩২)।
তিনি মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরা ঘোনা গ্রামের বাদশা মিয়ার পুত্র এবং মহেশখালী ডিগ্রী কলেজের সাবেক খন্ডকালীন প্রভাষক। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরা ঘোনা গ্রামের বাদশা মিয়ার পুত্র শাকের উল্লাহ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি মহেশখালী কলেজে প্রভাষক হিসেবে কিছু দিন শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।