ওপারের গুলি এসে পড়লো এপারের সিএনজিতে

আজাদী অনলাইন

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে চলছে ব্যাপক সংঘর্ষ। আজ শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন নিকট আত্নীয় স্বজনের বাড়ি ঘরে চলে যাচ্ছেন।

মিয়ানমার থেকে ছোঁড়া বুলেট এসে পড়েছে সিএনজি অটোরিকশার উপর। এতে গাড়ীটির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পর ঘটনাস্থলে যায় বিজিবি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধ৩ দিনের সফরে সাজেক আসবেন রাষ্ট্রপতি