উখিয়ায় ইয়াবাসহ বাস চালক আটক

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারটেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। এ সময় মাদক বহনের বাস গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও বাসের মূল্য ৮৪ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত হলো চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা মৃত মোখলেছ খানের ছেলে গাড়ি চালক রাসেল খান (৩৮)। ধৃত আসামিকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা সমীচীন নয়
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মধ্যরাতে শিক্ষকের মোটরসাইকেল চুরি