চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি এবং নোহার মুখোমুখি সংঘর্ষে ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট মেডিকেল রাস্তার (স্বাস্থ্য কমপ্লেক্স) মাথায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- ৬ থেকে ৭ জন এক্সিডেন্ট রোগী এসেছিল। তাদের সবার অবস্থা খারাপ ছিল। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের ঠিকানা পাওয়া যায়নি।