জেলা ক্রীড়া অফিসের বালক ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনি

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩২৪ এর আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডেভেলপমেন্ট কাপ বালক (১৫) ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনি হয়েছে। চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল ১ ফেব্রুয়ারি দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) এস. এম. গিয়াস উদ্দিন বাবর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য মো. শাহজাহান। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যাহ মুনির, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান বাবু, আলী হাসান রাজু, ফুটবল কোচ মো. মুসা, মো. আসাদুর রহমান, মো. আলী, মো. আনিসুর রহমান, এম এ রহিম, মো. ফরিদ। ফুটবল প্রতিযোগিতায় রামপুরা একাদশ ফুটবল একাডেমি ৫০ গোলে জেলা ক্রীড়া অফিস একাদশকে পরাজিত করে শিরোপা লাভ করে। প্রতিযোগিতা থেকে ৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে এবং প্রশিক্ষণের মাধ্যমে ৪ জন খেলোয়াড়কে চট্টগ্রাম বিভাগীয় ক্যাম্পের জন্য বাছাই করা হয়েছে ও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী খেলোয়াড়কে সনদপত্র প্রদান করা হয়েছে। চলতি মাসেই চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ৪৪ জন খেলোয়াড় নিয়ে বিভাগীয় ক্যাম্প করা হবে। উক্ত ক্যাম্প থেকে ১৬ জনের দল জাতীয় পর্যায়ে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপে অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধটিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু