এ প্রজন্মের তরুণ অভিনেতা হৃদয় আল মিরু। অভিনয়ের পাশাপাশি রেডিও উপস্থাপক তিনি। এখন ব্যস্ত সময় পার করছেন একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ে।
তিনি বলেন, দুরন্ত টিভির একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের শুটিং শেষ করলাম। নাম ‘টুমলু’। শিশুতোষ নাটকটিতে অভিনয় করে ভীষণ আনন্দ পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে পুরো ইউনিটের মেলবন্ধন। অনেক কাজ করেছি কিন্তু এমন ইউনিট পাইনি। একজন শিল্পীর প্রতিও যে তাদের যত্ন নেয়া দরকার তার পুরোটা ওখান থেকে পেয়েছি। আমি তাদের পেশাদারিত্বে মুগ্ধ। তিনি আরও বলেন, নাটক ‘টুমলু’ করে আমিও অনেক কিছু শিখেছি। বিশেষ করে শিশুদের সঙ্গে অভিনয়ের মজা আলাদা। তারা হাসতে খেলতে কাজ করে। কাজ করেছি পুরো ইউনিট আনন্দ–উল্লাসের মধ্যদিয়ে।