চট্টগ্রামের চন্দনাইশে রাতের বেলা পুলিশ পরিচয়ে ডাকাতি ও গৃহবধূকে চুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
৩১ জানুয়ারি (বুধবার) দিবাগত রাত ১টার সময় চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড বুলার তালুক এলাকার মোঃ ইউনুসের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, বুলার তালুক এলাকার মোঃ ইউনুসের বাড়িতে বুধবার রাত ২টার কাছাকাছি সময় একদল পুলিশ পরিচয়কারী দল আসামি খোঁজার কথা বলে বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় গৃহবধূ কোহিনুর আকতার (২৮) তিন সন্তানকে নিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকার চেষ্টা করলে তার হাতে চুরিকাঘাত করে নগদ অর্থ ও পরনে থাকা গহনা লুটপাট করে ডাকাতের দল দ্রুত পালিয়ে যায়।
আশপাশের ঘরগুলোতে বাহির থেকে তালাবদ্ধ করে দেওয়ায় স্বজনরা সামনের দরজা দিয়ে বের হতে না পেরে পিছনের দরজা দিয়ে বের হয়ে আহত অবস্থায় কোহিনূর আক্তারকে উদ্ধার করে ৯৯৯ ফোন করে চন্দনাইশ থানা পুলিশকে খবর দেন।
তৎক্ষণাৎ এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরবর্তীতে আহত গৃহবধূ কোহিনুর আক্তারকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাত ২টার কাছাকাছি সময়ে ৯৯৯এ কল পেয়ে বুলার তালুক এলাকায় ডাকাতির খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।