শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করছে চসিক

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত: স্কুল ও আন্ত: কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে চসিক। গতকাল বৃহস্পতিবার চকবাজারস্থ প্যারেড মাঠে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করবেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি থাকবেন। এ উপলক্ষে গত বুধবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আন্তঃ স্কুল ও আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন নিয়মকানুন শেখানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, যে সময়ে মানুষ একে অন্যের মতামতকে সম্মান করতে ভুলে যাচ্ছে এবং যে কোনো উপায়ে নিজের মতামতকে চাপিয়ে দেয়ার সংস্কৃতি চলছে, সেই সময়ে এসে বিতার্কিকরা প্রতিপক্ষের যুক্তি শুনছে, চিন্তা করে দেখছে। সমাজবিজ্ঞানীরা মনে করেন বিতর্কের এই প্রক্রিয়ার মধ্যদিয়ে সহনশীলতা বাড়ে। আর বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতেএই সহনশীলতা খুবই জরুরী। শিক্ষার্থীদের মাঝে সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিকের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক খান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি প্রণয় কান্তি স্মারক বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধএতিম শিশুদের পাশে করোনা মেডিসিন ব্যাংক