ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৭৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ঢাকার এএফসি হেলথ লিমিটেডের ৭ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা হলেন, ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, পরিচালক মো. আফজাল, মো. জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মো. শামসুদ্দোহা তাপস, এসএম সাইফুর রহমান ও মাহবুব আরব মজুমদার। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এএফসি হেলথ লিমিটেডের ৭ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি বলেন, দায়িকরা ইচ্ছাকৃত ঋণ খেলাপী। দেশের বাইরে পালাতে চেষ্টা করছিলেন। বিষয়টি ব্যাংক আদালতকে অবগত করে।