৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য অর্জন করেছে। ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিন্মে শিক্ষার্থীরা মধ্যম বালিকা ১০০ মিটার দৌড়ে মুনতাহা জান্নাত ১ম স্থান লাভ করে। ২০০ মিটার দৌড়ে সে ৩য় স্থান এবং উচ্চ লাফে ২য় স্থান লাভ করে। দড়ি লাফে জান্নাত হোসেন মোহনা ২য় স্থান, বড় বালিকা দড়ি লাফে জ্যোতি প্রমা দেবী ১ম স্থান,সাইক্লিংয়ে হুমায়রা রায়হানা ইসমা ২য় স্থান,উচ্চ লাফে সৈয়দা হুমায়রা তাবাসসুম ৩য় স্থান এবং দড়ি লাফে তাসনীমা জান্নাত জুঁই ৩য় স্থান অর্জন করে। গতকাল প্রধান শিক্ষক সজল কুমার দত্ত বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কবিতা চৌধুরী।