আজাদীতে সংবাদ প্রকাশের পর সওজের অভিযান, বন্ধ হল দোকান নির্মাণ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর গতকাল লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দোকান নির্মাণ বন্ধ করা হয়। এর আগে মঙ্গলবার ‘লোহাগাড়ায় সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজাদী।

গতকাল অভিযান পরিচালনাকারী উপসহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রিজ সন্নিহিত এলাকায় পুরাতন সড়কের উপর ও রাজঘাটা মাদ্‌রাসা গেইটের পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ কাজ করছিল কুচক্রি মহল। খবর পেয়ে সরেজমিনে গিয়ে দোকানঘর নির্মাণের সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে সওজের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোরের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিভিন্ন জনপদে শীতবস্ত্র বিতরণ