ডক বন্দর শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি

শ্রমিকবান্ধব আইন সংসদে পাস করার দাবি

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে শ্রম আইনের একটি ধারা বাতিলের দাবিতে পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের কার্যালয়ের সামনে গত সোমবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বখতিয়ার উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন আবদুল কাদের সুজন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. এরশাদুর রহমান চৌধুরী। মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মো. রশিদ আহমেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন নুরুজ্জামান জনি, মো. ইদ্রিস কেরানী, আবুল কালাম, রাজা মিয়া হাওয়লাদার, মো. ফেরদৌস আলম, আবুল আলম, জহির উদ্দিন বাছা, আলমগীর, এম এ কালাম, কামাল হোসেন, কামরুল ইসলাম রাজু, বখতিয়ার উদ্দিন, মাহাবুবুর রহমান চৌধুরী,আলী হোসেন, বাবর, নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শ্রম আইনের ১৮৫() ধারা বাতিল করে শ্রমিকবান্ধব আইন সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান এবং বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সম্পাদিত চট্টগ্রাম কোস্টার হেজ এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির মধ্যকার চুক্তিটি বাস্তবায়নের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুস্থ কৃষকদের পাওয়ার টিলার দিলেন পৌর মেয়র
পরবর্তী নিবন্ধসরকারি সিটি কলেজে বিজ্ঞানমেলা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান