দ্বাদশ সংসদের যাত্রা শুরু

গণতন্ত্রের অগ্রযাত্রায় নব অধ্যায়ের প্রত্যাশা ।। টানা চতুর্থবার স্পিকারের দায়িত্বে শিরীন শারমিন

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদকে কার্যকর করতে সব সদস্যের গঠনমূলক ভূমিকার প্রত্যাশায় শুরু দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় এ সংসদ এক নব অধ্যায় সংযুক্ত করেছে। গতকাল মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম দিনে স্পিকারের এ বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান সংসদ সদস্যরা।

এ সময় রেকর্ড স্বতন্ত্র সংসদ সদস্য ও সবচেয়ে ছোট বিরোধী দল নিয়ে যাত্রা শুরু করা এবারের সংসদকে জনগণের প্রত্যাশা পূরণের মূল চালিকাশক্তি হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন টানা চতুর্থবার স্পিকারের দায়িত্বে আসা শিরীন শারমিন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, সব অর্জন ও সফলতাকে টেকসই রূপে ধরে রাখতে হলে আর্থসামাজিক, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে জাতীয় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদকে কার্যকর করতে সদস্যদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের অব্যাহত চর্চাই পারে আইনের শাসন সমুন্নত রেখে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের মাধ্যমে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে। আশা করি দ্বাদশ সংসদে সম্মিলিত প্রয়াসে আমরা স্পিরিট অব রিয়েল ডেমোক্রেসি অর্জন করতে পারব।

ভোট বর্জন করে দ্বাদশ সংসদের বাইরে রয়ে গেছে বিএনপি। সংসদের বাইরে দলটির কালো পতাকা দেখানোর কর্মসূচির মধ্যে এদিন বিকাল ৩টায় শুরু হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার নির্বাচন করা হয়। সর্বসম্মতিক্রমে শিরীন শারমিন পুনরায় স্পিকার নির্বাচিত হন। এরপর সোয়া ৩টার দিকে সংসদের অধিবেশনে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। সাড়ে ৩টার পরে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন আবার শুরু হয়।

সংবিধানের বিধান অনুযায়ী সংসদে প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন রোববার পর্যন্ত মূলতবি করা হয়। দেশের বিশিষ্টজন ও ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়ে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অধিবেশনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্পিকার শিরীন শারমিন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এ প্রসন্ন বিকালে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে সকল সংসদ সদস্যকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে জয়লাভ করে আপনারা সংসদে এসেছেন। আমি দেশের জনগণকে অভিনন্দন জানাই একটি সুষ্ঠু, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় দ্বাদশ সংসদ সংযুক্ত করেছে এক নব অধ্যায়।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্পিকার বলেন, যিনি জাতির আলোকবর্তিকারূপে পরপর চারবার এবং সর্বমোট পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সংসদ উপনেতা, সরকারি দলের চিফ হুইপ, হুইপ, বিরোধী দলীয় নেতা ও উপনেতা, চিফ হুইপ, স্বতন্ত্র সংসদ সদস্যকে অভিনন্দনও জানান শিরীন শারমিন।

সংসদ পরিচালনায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত করে আমার প্রতি আপনারা যে আস্থা রেখেছেন তার মর্যাদা অক্ষুন্ন রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর। ‘তোমার পতাকা যারে দাও/তারে বহিবারে দাও শক্তি’।

এরপর সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি তার বক্তব্যে সবার পক্ষ থেকে স্পিকারকে অভিনন্দন জানান।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্যের রাজনীতি ছেড়ে কল্যাণের পথে আসুন
পরবর্তী নিবন্ধডিসি পার্কে ফুটছে টিউলিপ