দুর্গম এলাকার জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

বান্দরবানে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। কালাঘাটা সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে শতাধিক এতিম নিবাসীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জেলা সমাজসেবা বিভাগের কনভেনিং কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য তিংতিংম্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে জোন কমান্ডার এসএম মাহামুদুল হাসান, সেনা রিজিয়নের জিএস২ শায়েখ উজ জামান (জিএসও), সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আজকের এই আয়োজন একটি ধারাবাহিক প্রক্রিয়া মাত্র। যাতে করে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। পরে সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীসহ রামজাদী, স্বর্ণ মন্দির ও বালাঘাটা অনাথ আশ্রমের ৫শ ৭৭জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়ন।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধআধুনিক ল্যান্ডফিল ব্যবহার করলে বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব