শাহ আমানতে স্বর্ণের বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

চারটি স্বর্ণের বার পাচারের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফকে আটক করা হয়েছে। তিনি গতকাল চারটি স্বর্ণের বার ভিআইপি চ্যানেল দিয়ে বের করে চোরাচালান চক্রের কাছে পৌঁছে দিচ্ছিলেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, ডা. এম জেড এ শরীফ গতকাল সকাল সাড়ে ৯টায় সংযুক্ত আরব আমীরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের মোহাম্মদ আলাউদ্দিন নামের এক যাত্রীর মাধ্যমে আসা চারটি স্বর্ণের বার ভিআইপি চ্যানেল দিয়ে পার করে দেওয়ার চেষ্টা করছিলেন। ডা. এম জেড এ শরীফের কোটের পকেট থেকে বার চারটি উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক দশক পর নতুন কমিটির আভাস
পরবর্তী নিবন্ধদ্বাদশ সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ