সংগঠনের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে পানছড়ি বাজার বয়কট সাময়িকভাবে স্থগিত করেছে ইউপিডিএফ।
আজ সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা।
সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে; উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে বা দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে বাজার বয়কট পুনরায় চলবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফ ৪ নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরাকে হত্যার পর ইউপিডিএফ পানছড়ি ইউনিট খুনীদের গ্রেফতারের দাবিতে পানছড়ি বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করে।