চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ৫টি সিআর সাজাসহ মোট ৭টি পরোয়ানাভুক্ত আসামি মোঃ নেজাম উদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) সাড়ে ৩টার দিকে নগরীর মোজাফফর নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, চান্দগাঁও থানার এসআই সোহেলের নেতৃত্বে চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযান টিম বায়েজিদ থানাধীন মোজাফফর নগর এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ৫টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামি ঐ মোঃ নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃত ঐ ব্যক্তি মোট ৭টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে কয়েক কোটি টাকার আত্মসাৎ করেছে মর্মে জানা যায়। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।