জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস জানুয়ারি ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস এন্ড গাইনি এবং চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এক গোল টেবিল বৈঠক ও আলোচনা সভা হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের টিউমার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের অবস এন্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুন নুর রোজী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন ওজিএসবি চট্টগ্রাম এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, প্রফেসর ডা. তাহেরা বেগম, প্রফেসর ডা. বাবুল ওসমান চৌধুরী, ডা. মোছা. সাবিনা ইয়াসমিন, ডা. আদিবা মালিক ও ডা. শাহনাজ শারমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং এর জন্য সচেতনতা বাড়াতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এ সম্পর্কে কোনো ধারণা নেই। প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা গেলে অধিকাংশ ক্ষেত্রে সার্জারি বা রেডিওথেরাপির মাধ্যমে রোগী ভাল হবে। কিন্তু দেরিতে রোগ সনাক্ত হলে সেক্ষেত্রে রোগীর জীবন বিপন্ন হতে পারে এবং চিকিৎসাও হবে অনেক ব্যয়বহুল। সভাতে বক্তারা আরো বলেন, প্রাক ক্যান্সার ডায়গনসিস করা গেলে রোগীর জীবন অনেকটা নিরাপদ হতে পারে এবং ক্যান্সার নির্মূল করা সম্ভব হবে। সভাতে অবহিত করা হয় যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটে সম্প্রতি অত্যাধুনিক লিনিয়ার এঙিলারেটর ট্রুবিম মেশিন স্থাপন করা হয়েছে। ক্যান্সার রোগীদের এখানে কমপ্রিহেনসিভ চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জালাল উদ্দিন, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক বিশ্বাস, অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শেফাতুজ্জাহান, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, অবস এন্ড গাইনি ও অনকোলজি বিভাগের চিকিৎসকবৃন্দ।
সকাল ১০টায় বেলুন উত্তোলনের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসপাতালের অবস এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ সিলভি।