দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মোহাম্মদ খালেদকে নিয়ে ‘সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদ’ শীর্ষক অনুষ্ঠান আজ সোমবার বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম একাডেমির সহযোগিতায় শৈলী প্রকাশন আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উদ্বোধক থাকবেন সাংবাদিক মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী এবং সভাপতিত্ব করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিকেল সাড়ে ৫টায় ‘রাজনীতি ও মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। এ পর্বে প্রধান অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক মুহাম্মদ শামসুল হক, সূচনা বক্তব্য রাখবেন ব্যাংকার মোহাম্মদ জোবায়ের। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সাংবাদিকতায় অধ্যাপক খালেদ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি থাকবেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক অধ্যাপক আবুল মোমেন, সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলোচক থাকবেন প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, সূচনা বক্তব্য রাখবেন লেখক নিজামুল ইসলাম সরফী। সন্ধ্যা ৭টায় থাকবে ‘অধ্যাপক খালেদ জন্মশতবার্ষিক স্মারকগ্রন্থ’–এর পাঠ উন্মোচন। এতে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ গবেষক ড. মাহবুবুল হক, আলোচক থাকবেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত ও কবি–প্রাবন্ধিক–নাট্যকার অভীক ওসমান। ধন্যবাদ বক্তব্য দেবেন সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। শুরুতে থাকবে বৃন্দ আবৃত্তি ও অধ্যাপক খালেদকে নিবেদিত কবিতা পাঠ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।