মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটিতে পড়া এয়ার এরাবিয়ার ফ্লাইটটি গতকাল সন্ধ্যায় ত্রুটি সারানোর পর পুনরায় যাত্রা করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার সময় মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমানটি রাতে চট্টগ্রাম ফিরে আসে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে গত শনিবার সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। বিমানটি এক ঘণ্টা আকাশে উড়ার পর পাইলট যান্ত্রিক ত্রুটি টের পান। তিনি ভারতের আকাশ থেকে ফ্লাইটটিকে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসেন। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ শনিবার রাতে যাত্রীদের হোটেলে রাখে। যান্ত্রিক ত্রুটি সারানোর পর গতকাল রোববার সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি আবারো শারজাহর উদ্দেশে যাত্রা করে। এই সময় ফ্লাইটটিতে ১০২ জন যাত্রী ছিল, কয়েকজন যাত্রী এয়ার এরাবিয়ার অন্য ফ্লাইটে চলে যাওয়ায় ফ্লাইটটির যাত্রী কমে যায় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।