চট্টগ্রামের তরুণরা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ সরকারি সেবাসমূহ আরও সহজে পেতে চান। একই সাথে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা। গত শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠিত “আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার” এ অংশগ্রহণকারী চট্টগ্রামের একাধিক তরুণ বলেন, একদিকে চাকরির সুযোগ যেমন কম অপরদিকে উদ্যোক্তা হতেও রয়েছে জটিল সব প্রতিবন্ধকতা। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ও সহজ ঋণসুবিধার দাবি জানান তারা। এছাড়া, সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, নিরাপদ পানি সরবরাহ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনের কার্যক্রম আরও জোরদার করতে তাগিদ আসে তরুণদের কাছ থেকে।
ইয়ুথ ফেয়ারের অংশ হিসেবে আয়োজিত ‘আমিও জিততে চাই আঃন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটর’স অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। এতে ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট হয়েছেন ডিবেটর’স অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি দলের বিতার্কিক শেখ সাদিয়া। বিতর্কে মডারেটর হিসেবে ভূমিকা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক ডক্টর এ বি এম আবু নোমান। সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিলো দৃষ্টি চট্টগ্রাম। প্রতিযোগিতায় ১৪ টি কলেজ বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় বিতার্কিকরা নাগরিক ইস্যুর সমাধান বিষয়ে নানা যুক্তি ও পাল্টাযুক্তি তুলে ধরেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আয়োজক চট্টগ্রাম মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল–এর পক্ষ থেকে সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সদরুল আমিন। অনুষ্টান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর রিজিওনাল কো–অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেকটোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সার্বিক সহযোগিতা করেন অপারেশন এসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রণি। প্রেস বিজ্ঞপ্তি।