এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান–সমর্থিত হুতিরা। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। কয়েকঘণ্টা ধরে জ্বলেছে সেই আগুন। জাহাজটিতে ২২ ভারতীয়সহ একজন বাংলাদেশি নাবিকও থাকার কথা জানিয়েছেন ভারতের নৌবাহিনীর মুখপাত্র। হুতিরা বলেছে, তারা ইয়েমেনে আমেরিকান–ব্রিটিশ আগ্রাসনের জবাব দিতে শুক্রবার মার্লিন লুয়ান্ডা নামের এই জাহাজটিকে হামলার নিশানা করেছে। খবর বিডিনিউজের।
লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে ইয়েমেনে হুতিদের বিভিন্ন আস্তানায় হামলা চালানো শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ফ্রান্স ও ভারতের নৌবাহিনীর জাহাজও সাগরপথে বণিজ্যিক জাহাজগুলার সুরক্ষায় কাজ করছে।
ভারতের নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্লিন লুয়ান্ডার কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সচেষ্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও জানিয়েছে তাদের নৌবাহিনীর জাহাজ এবং অন্যান্য আরও জাহাজ মার্লিন লুয়ান্ডাকে সহায়তা করছে।
লন্ডনের বহুজাতিক ট্রাফিগুরা বাণিজ্যিক ফার্মের মালিকানাধীন মার্লিন লুয়ান্ডা জাহাজ পরিচালনা করে যুক্তরাজ্যের ওশেনিঙ সার্ভিস কোম্পানি। গত শুক্রবার ট্রাফিগুরা জানিয়েছিল, মার্লিন লুয়ান্ডা লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এডেন উপসাগরের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে থাকার সময় জাহাজটিতে হামলা হয় বলে জানায় ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
শনিবার ট্রাফিগুরা আপডেট তথ্য দিয়ে জানিয়েছে, জাহাজের সব ক্রু নিরাপদে আছে এবং আগুনও নিভিয়ে ফেলা হয়েছে। জাহাজটি এখন নিরাপদ গন্তব্যে যাত্রা করছে। লোহিত সাগরে আর কোনও যাত্রায় নিরাপত্তা ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ট্রাফিগুরা।
এক বিবৃতিতে তারা বলেছে, ট্রাফিগুরার পক্ষ থেকে চলাচল করা আর কোনও জাহাজ এই সময়ে এডেন উপসাগর অতিক্রম করছে না। আমরা আর কোনও জাহাজের সমুদ্রযাত্রায় হামলার ঝুঁকি আছে কিনা তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছি। ওদিকে, হুতিদের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মার্লিন লুয়ান্ডা একটি ব্রিটিশ জাহাজ। আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান–ব্রিটিশ আগ্রাসনের জবাবে এ জাহাজে হামলা করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের লাগাতার হামলার প্রতিবাদে প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোকে নিশানা করে হামলা চালানো শুরু করেছিল হুতিরা। তাদের হামলা ঠেকাতে সম্প্রতি ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যাপক হামলার পর হুতিরা এর জবাব দেওয়ার অঙ্গীকার করে।