চকরিয়ায় মসজিদে প্রতিপক্ষের হামলায় আহত ৪

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে পৌরশহরের চিরিঙ্গার সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের ভেতর একপক্ষের ওপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। মূলত মসজিদ পরিচালনা কমিটির বিরোধ নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানিয়েছেন।

হামলায় আহত হয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী (৪০), চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন (৩৫), মুসল্লি বাহাদুর আলম (৪৫) ও আবসার উদ্দিন (৩২)। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘মসজিদে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে কমিটি নিয়ে বিরোধ থাকলে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকীব উর রাজা বলেন, ‘মসজিদের ভেতর বিশৃঙ্খল পরিস্থিতির খবর পেয়ে পুলিশ গিয়ে উভয়পক্ষকে শান্ত করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় সালানা জলসা আজ
পরবর্তী নিবন্ধগ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক ঐক্যের সভা