স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে। এটা আমার প্রথম দায়িত্ব। আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারি, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মানুষ আর মাটিতে শুয়ে থাকবে না। রাঙামাটি জেলার কোনো উপজেলায় যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে সেখান থেকে শহরে নিয়ে আসা ভীষণ কষ্ট হবে। তাই তৃণমূল পর্যায়ে যাতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করব।
গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাকে ডাক্তার বানিয়েছে। সেজন্য আমি এখানে আসতে পেরেছি। সুতরাং আমি মনে করি চমেক থেকে আমার কাজ শুরু করা দরকার। আমার আরেকটি ম্যাসেজ হলো, চিকিৎসকদের সুরক্ষা। রোগী মারা গেলে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককের প্রতি যাতে আক্রমণ না হয় সেটাও আমি দেখব। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের ওপর হামলা কিংবা চিকিৎসায় গাফিলতির সঙ্গে জড়িত চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হবে না। আবার চিকিৎসকের কোনো অবহেলা হলে সেটাও দেখব। চিকিৎসকদের সুরক্ষা দিতে না পারলে মানুষকে সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে দুই পক্ষেরই কথা শুনতে হবে। চিকিৎসকরা কেন থাকে না সেটার কারণও জানতে হবে। আমাকে দুই পক্ষের সঙ্গে কথা বলে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকরা থাকেন। দেখেন, আমার নিজের হাসপাতালের বার্ন ইউনিটে একটি মেয়ে পটুয়াখালীতে থাকত। তার বাসায় অ্যাটাক হয়েছে। এগুলো তো দেখতে হবে। আমি যদি আমার চিকিৎসককে ভালোভাবে রাখতে না পারি তাহলে কিভাবে সেখানে থাকবে। হ্যাঁ, থাকতে হবে যদি ভালো ব্যবস্থা করে দেই। তারপরও যদি না থাকে আমরা ব্যবস্থা নেব।
চট্টগ্রাম সফর প্রসঙ্গে তিনি বলেন, গ্রামে চিকিৎসকদের থাকার জন্য পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। তারপরও কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে। আমি আজ (শুক্রবার) সচিব, সিভিল সার্জন ওদের সমস্যাগুলো শুনলাম। ওদের জনবল, জিনিসপত্রের অভাব এসব তারা জানিয়েছেন। আমি মন্ত্রণালয়ে বসে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ মহানগর ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।