সমাজের প্রত্যেক শ্রেণির মানুষকে মানবিক হওয়ার আহ্বান

বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবো : গতকাল রোটারী ক্লাব অব চিটাগাং রোইনবো কর্তৃক বায়োজিদ বোস্তামীস্থ দারসসুন্নাহ হাসানিয়া এতিমখানার এতিমদের মাঝে কম্বল বিতরন করা হয়। বিএএসআরএম গ্রুপের হেড অব কর্মাশিয়াল রোটারিয়ান আলী মাহবুবের সহযোগিতায় বিএসআরএম গ্রুপের সরবরাহকৃত কম্বল বিতরণে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং রেইনবোর প্রসিডেন্ট ইফতেখার উদ্দীন খান, পিপি প্রবীর কুমার সাহা, ডেপুটি গভর্নর আবদুল মামুন বাহার প্রমুখ। এতিমখানার সব এতিমগণ কম্বল পেয়ে তাদের আনন্দ অভিব্যক্তি প্রকাশ করে।

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন : মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন ও শাহ আলম হাজরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাজা গরিবে নেওয়াজের (রা.) ১১৮ তম ওরস উপলক্ষে কম্বল বিতরণ করলেন প্রধান অতিথি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহসিন। গতকাল নগরীর কাতালগঞ্জস্থ মিল্টন কনভেনশনে আয়োজিত খাজা অনুষ্ঠানে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন শাহ আলম হাজরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুল আলম মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিল্পকলা একাডেমির সেক্রেটারি সাইফুল আলম বাবুু। অনুষ্ঠান পরিচালনা করেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। উপস্থিত ছিলেন আবু নাসের রনি, আবু নাইম তামজিদ। উভয় ফাউন্ডেশন হতে সর্বমোট ২০০ জন অসহায় গরীব ও প্রতিবন্ধীদের কম্বল বিতরণ করা হয়।

১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড : ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশিদ হারুনের পক্ষ থেকে শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর কালামিয়া বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশিদ হারুন, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব হোসেন, বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা দ্বিতীয় পর্যায়ের প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের চৌধুরী, বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা দ্বিতীয় পর্যায়ের প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রফিক উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন আহমদুল হক, মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ জমির, জামাল উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান, অ্যাডভোকেট মোহাম্মদ রিদওয়ানুল হক, বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা সমাজকল্যাণ সভাপতি মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক জাকিরসহ প্রমুখ।

আমার উদ্যোগ : কলেজ ছাত্রী মেহেরুন শান্তার “আমার উদ্যোগ” নামের সংগঠনের মাধ্যমে গতকাল সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মেহেরুন শান্তার সভাপতিত্বে এবং তানভীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও গল্পকার দেবাশীষ ভট্টাচার্য, সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের চেয়ারম্যান ডা. আফরোজা তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, পরিচালক মোঃ সাইফুর রহমান শাকিল, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সাবেক সভাপতি মোঃ ফারুক উপস্থিত ছিলেন।

টিইউসি চট্টগ্রাম জেলা : টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে গত বুধবার বিকেল ৩টায় প্রবর্তক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দরিদ্র শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা, টিইউসি পাহাড়তলী আঞ্চলিক শাখার সভাপতি মীর ইলিয়াছ, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আব্দুর শুক্কুর, বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন প্রমুখ।

এবিটস : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় শীতার্ত অসহায় দু:স্থদের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সামাজিক ও ক্রীড়া সংগঠন এবিটস। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জিরি ইউনিয়নে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি ও তরুণ সমাজকর্মী এম. ইদ্রিস অপু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের হাশেম বাহাদুর, এমরান হোসেন জীবন, আজিজ, মামুন, মোহাম্মদ আয়ুফুর, মো: রায়হান, নাঈম উদ্দিন, মোহাম্মদ শহিদ।

পটিয়া এম এ খালেক ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় ৫শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ বিওসি রোডস্থ খাদ্য গুদাম এলাকায় এ কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এ উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠান পৌর কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব এর সভাপতিত্বে ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, পটিয়া পৌরসভা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি সামশুল আলম বিকম, পৌরসভা আ’লীগ নেতা আমির হোসেন আমু, আবদুল নবী, আবুল বশর, মোহাম্মদ ইউছুপ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, মহিবুল্লাহ্‌, মো: ইকবাল, মো: জাবেদ, যুবলীগ নেতা নাছির উদ্দিন মুন্না প্রমুখ।

চন্দনাইশে ওয়াসিকা আয়শা খান এমপি : চন্দনাইশ প্রতিনিধি জানান, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় মানুষের কষ্টের দুর্ভোগের সীমা নেই। শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চন্দনাইশে ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শীতের শাল উপহার দেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। গত সোমবার বিকেলে ২য় ধাপে উপজেলার বৈলতলী ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র (শাল) বিতরণকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য খোরশেদুল আলম ইমতিয়াজ, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলতাফ উদ্দিন, যুবলীগ নেতা হাবিব উল্লাহ রাশেদ, ইউপি সদস্য আব্দুর রহিম চৌধুরী, আব্দুল হাই, মুরাদুর রহমান, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত, নাজমুল ইসলাম রুমি, ডাক্তার সুজন কান্তি নাথ, মোঃ আদর, আলবী প্রমুখ। উল্লেখ্য এর আগে তিনি চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ১ম ধারে আরো ২ হাজার ৫০০ পিস কম্বল বিতরণ করেন।

রাঙ্গুনিয়ার পারুয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের দরিদ্র অসহায় শীতার্ত ৬শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সৌদিয়া প্রবাসী মুহাম্মদ সোলায়মান মক্কার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে কাটাখালী বাংলাবাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। আওয়ামী লীগ নেতা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী জহুরুল ইসলাম, উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, বিশিষ্ট শিশু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসাইন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান, ইউপি সদস্য প্রবীর মহাজন হৃদয়, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন, আবু তৈয়ব, আব্দুল কুদ্দুস, আহমদ রেজা আরিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আওয়ামী রাজনীতিতে আমির হোসেন দোভাষের অবদান অপরিসীম
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক কারীদের তেলাওয়াতে মুগ্ধ শ্রোতারা