সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা অনুষ্ঠিত হয়। সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিএমআরএর উদ্যোগে আয়োজিত সভায় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্‌। সভায় অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারী, সেবা গ্রহীতাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন এমআরএ এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপপরিচালক জিনাত আমান বন্যা, মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে শুদ্ধাচারের বিকল্প নেই। উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মানে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মমতার নানামূখী উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, মমতা তার সকল কার্যক্রমে সুনিপুনভাবে শুদ্ধাচার কর্মপরিকল্পনা যথাযথভাবে প্রতিপালন করছে। তিনি এ ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধসিইউএসডির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন