আনোয়ারায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত বদরুদ্দিন (২৬) ২৯ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। নিহত বদরুদ্দিন উপজেলার বটতলী ইউনিয়নের নুর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান। নিহতের মামা ইউপি সদস্য হারুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায় গত ২৭ ডিসেম্বর রাতে স্থানীয় পাহাড়ের টিলায় বন্ধুদের সাথে খেলা শেষে আড্ডা দিতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়। ঘটনার পর তাকে আনোয়ারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রিপন দত্ত জানান, হাতির আক্রমনে বদরুদ্দিনের মাথা,বুক ও মুখে গুরুতর আঘাত লাগে।
বদরুদ্দিনের খালাতো ভাই আয়াতুল ইসলাম বলেন, হাতির আক্রমণের শিকার বদরুদ্দীন দীর্ঘ ২৯ দিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারে ২ভাই ২বোনের মধ্যে বদরুদ্দিন দ্বিতীয় ছেলে। বদরুদ্দীনের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।