রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে চারদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সপ্তাহ গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ৪৫টি ইভেন্টে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. জাফর ছালেক সিকদার। সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম ও ক্রীড়া শিক্ষক রনজিত চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিচালনা পরিষদের সদস্য মো. ইকবাল শাহ চৌধুরী, এনাম উদ্দিন আইয়ুব, মুক্তি সাধন বড়ুয়া, মো. লোকমানুল হক তালুকদার, মো. সেলিম, কামরুন নাহার, শিক্ষক প্রতিনিধি জেসমিন আকতার, মো. রহিম উদ্দিন সিকদার, প্রকাশ কুমার শীল ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোসলেম উদ্দিন। এর আগে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দ্বারা সুসজ্জিত পঞ্চপান্ডবের নামে করা হাউজ পরিদর্শন করেন। প্রতিটি হাউজে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি হরেক রকমের দেশীয় পিঠা, মিষ্টান্নসহ নানান রকমের হাতের তৈরি কারুকাজ চোখে পড়ে। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।