কবিতার জন্যে অহোরাত্র যুথবদ্ধ মায়া

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

তারুণ্যের উচ্ছ্বাস পথচলার ১৮বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এ অনুষ্ঠানমালার প্রথম নিবেদন ‘কবিতার জন্যে অহোরাত্র যুথবদ্ধ মায়া’ শিরোনামের শতকন্ঠে আবৃত্তি। এতে ১০০টি কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের ১০০ সদস্য। সন্ধ্যায় শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় ও মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সুহৃদ সম্মাননা প্রদান করা হয় সাইফ চৌধুরী ও নাট্যজন সজল চৌধুরীকে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া। স্বাগত বক্তব্য দেন, মুজাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রবীর মহাজন। দ্বিতীয় পর্বে আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা!
পরবর্তী নিবন্ধহরিহর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন