এমএলওপি কোর্সের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউিট এন্ড হসপিটাল

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে গত ২২ জানুয়ারী সিএলএফ কমপ্লেঙের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে প্রতিষ্ঠিত লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের অফথালমিক এ্যাসিসটেন্ট কোর্স (এমএলওপি)-এর ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান এবং সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. নাহিদ সুলতানা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা। উল্লেখ্য , গত ২০২৩ শিক্ষাবর্ষের ১ম ব্যাচে অফথালমিক এ্যাসিসটেন্ট কোর্সে (এমএলওপি) ১০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের যাত্রা শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী তরিকা মানবপ্রেম ও সাম্যের বার্তা প্রচার করে
পরবর্তী নিবন্ধনিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ আসছে ১৬ ফেব্রুয়ারি