নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ মো. ফয়সাল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ৯ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল ও ইন্টেলিজেন্স টিম।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফয়সাল ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকার মো. শাহজাহানের ছেলে। তবে নগরের বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর তৈয়বিয়া হাউজিং সোসাইটিতে ভাড়ায় বসবস করে আসছিল
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ পরিদর্শক রনজিত বড়ুয়া আজাদীকে জানান, ধৃত ফয়সাল এর বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।