হাটহাজারীতে তোবারক নামের এক কৃষকের দেড় লক্ষাধিক টাকা মুল্যের ১টি গরু চুরি হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাতের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চারিয়া তালুকদার পাড়ার (বুড়িপুকুর পাড়) ডা. আবদুর রহিমের বাড়ি থেকে গরুটি চুরি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক তোবারক দৈনিক আজাদীকে দুপুরের দিকে জানান, গত রাতে প্রতিদিনের মতো আমার দুইটি গরু গোয়াল ঘরে বেঁধে ঘরের দরজায় বদ্ধ করে রাত ২ টার দিকে ঘুমাতে যায়।
পরে ফজরের আযানের আগে ঘুম থেকে উঠে গবাদিপশুগুলো ঠিকঠাক আছে কিনা চেক করতে ঘরের দরজা খোলেই দেখি একটি গরু বাইরে দাঁড়িয়ে আছে।
তা দেখে দৌঁড়ে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুইটি গরুর মধ্যে বড় গরুটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। গত কিছুদিন পূর্বে আমার ওই দুটি গরু বাজারে আড়াই লাখ টাকা দর উঠেছিলো কিন্তু আরেকটু বেশি লাভের আশায় তখন বিক্রি করিনি। এখন আমি সব হারালাম। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।