কোনো অনিয়ম ও অন্যায় সহ্য করা হবে না : এমপি মুজিব

বাঁশখালী উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল বুধবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারী কমিশনার (ভূমি) আবদুল মালেক পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, অধ্যক্ষ মো. আজিজুর রহমান, মনোতোষ দাশ, রীষু কুমার ঘোষ, মো. এনামুল করিম, আবু বক্কর সিদ্দিকী, মো. ইসরাফিল হক, সনজিব কুমার সরকার, রোজিয়া সুলতানা রোজি প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি বলেন, আমি নিজেও অন্যায় করব না, অন্যকেও অন্যায়ে প্রশ্রয় দেব না। বাঁশখালীর শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পিছিয়ে পড়া বাঁশখালীকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা করতে হবে। কাজ করতে গিয়ে কোনো রকমের দুনীতি সহ্য করব না। আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন ৩ /৪ ঘন্টা এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা করে যাচ্ছি বাঁশখালীকে এগিয়ে নিতে। যে সব এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ তা জরুরি ভিত্তিতে কাজ করা হবে। সরকারি বরাদ্দে সমবণ্টন বজায় রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধগাউসুল আজম মাইজভাণ্ডারীর ওরশ শরীফ সম্পন্ন