দেশের ক্রীড়াঙ্গনে অসংখ্যা ক্রীড়াবিদ সৃষ্টি করা প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি অ্যাথলেটদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর মিঞা বক্তব্য রাখেন। দুই দিন ব্যাপি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহণ করছে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে রেলওয়ে কর্মকর্তা, কর্মচারীদের মাঝে উৎসবের সৃষ্টি হয়েছে। আজ বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসান। আর এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিন ব্যাপি মিলন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক হতে দূরে রাখাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে। মন প্রফুল্ল রাখে এবং মানসিক প্রশান্তি বয়ে আনে।