আত্মবঞ্চনা

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

কে তুমি নীরবে এসে ডেকে যাও ঘোর অন্ধকারে

সেই প্রিয় নাম যেন অবিরাম হৃদয় দোলায়

রুদ্ধ ঘর বন্ধ মনে আলো জ্বেলে স্বপ্নকে জাগায়

আমার সহস্র রাত ছুটে যায় তোমার দুয়ারে।

প্রচ্ছন্ন ছবির মতো সেকি তুমি দূর স্মৃতিভারে

জেগে ওঠো ধীরে ধীরে ডেকে নাও হারানো সন্ধ্যায়

পাখিরা যেখানে ফিরে দিনশেষে আপন শয্যায়

তুমিও কি এলে ফিরে অবশেষে আমার এ নীড়ে।

ভুল সব ভুল মিছে মরীচিকা, একাকী আবেশে

আমিই কেবল যাই ছুটে ছুটে উন্মুখ নিষ্ঠায়

তুমিতো কোথাও নেই একা আমি সম্পূর্ণ সংসারে

তবু দেখ বেঁচে আছি ফুলে ফলে হয়তো ছদ্মবেশে

সভ্যতার আদি আর অন্ত চেখে ভীষণ তৃষ্ণায়

বেসুরে জীবন ছেড়ে চলে যাব নিঃসঙ্গ প্রান্তরে।

পূর্ববর্তী নিবন্ধহতে পারো
পরবর্তী নিবন্ধগান্ধীবাদী দর্শন ও আমাদের সাংস্কৃতিক পুনর্জাগরণ