অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান, নিঃস্ব একটি পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাইন্দারকুল এলাকার বাসিন্দা জসিম উদ্দিন।

সহায়-সম্বলহীন দরিদ্র জসিমের জীবন ধারণের একমাত্র অবলম্বন বাড়ির কাছের একটি চায়ের দোকান। যেটি তিনি দিয়েছেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে। কিন্তু আকস্মিক আগুনে ভস্মিভূত হয়েছে তার জীবিকার একমাত্র মাধ্যম দোকানটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আগুন লেগে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করেন।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, চুলা থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে। এতে মো. জসিম উদ্দিন এর ২০ বাই ৩০ ফুট পরিমাপের ১টি কাঁচা চায়ের দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জসিম উদ্দিন বলেন, ঋণ করে এই চায়ের দোকান দিয়েছিলাম। এটাই আমার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। আগুনে লেগে পুড়ে গিয়ে এখন আমি পথে বসে গেছি। আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে এক লাখ ইয়াবা, আটক তিন রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধকৃষি জমির টপসয়েল কাটায় লোহাগাড়ায় জরিমানা