আনোয়ারায় ফুটবল খেলায় একটি গোলকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। মারামারির এক পর্যায়ে মঞ্চের চেয়ার ও টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. আবু ছৈয়দ নামে গুরুতর একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল টুর্নামেন্টে এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে তেলিপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের কানু মাঝির বাড়ি একাদশ বনাম পারকি ইয়াং স্টার ফুটবল একাদশের খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে এই মারামারির সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ম্যাচটি পণ্ড হয়ে যায়।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানান, ফুটবল খেলায় একটি গোলকে কেন্দ্র করে মারামারি সৃষ্টি হয়। এতে একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে বুধবার সামাজিক বৈঠক ডেকে মীমাংসার চেষ্টা করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সোহেল আহমদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার কোনো অভিযোগ পাইনি।