যুক্তরাষ্ট্রে বাড়ি : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৪ মার্চ

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। যুক্তরাষ্ট্রে তার একটি বাড়ির সন্ধান পাওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। গতকাল সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন দুদক প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় ২০২২ সালের ৩১ মার্চ এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়১ এ মামলা করেন। মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() ও ৪() ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫() ধারায় অভিযোগ আনা হয়। খবর বাসসের। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন দুই লাখ ৮০ হাজার ডলারে (৮৬ টাকা ডলার ধরে বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা) এস কে সিনহার জন্য তিনতলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথম ম্যালেরিয়ার গণটিকা দেওয়া শুরু করল ক্যামেরুন
পরবর্তী নিবন্ধআহমদুর রহমান