চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। অপরদিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছে। লোহাগাড়া প্রতিনিধি জানান, গতকাল সোমবার বিকালে কক্সবাজার মহাসড়কের পদুয়া অংশে বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার জালাল আহমদের পুত্র আবছার উদ্দিন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার ইলিয়াস মেম্বার বাড়ির আবদুল কাদেরের পুত্র মো. জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের পুত্র মো. জাহেদ (২৭)। তারা তিনজন বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মোটরসাইকেলটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি মোটরসাইকেলকে ছেঁচড়ে নিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা তিন জনই ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে গেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় মহাসড়কের প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে বহু গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল দুমড়ে–মুচড়ে যাওয়া মোটরসাইকেলের একাধিক টুকরা, নিহতদের জামা, টুপি ও জুতা–সেন্ডেল। স্থানীয় এক ব্যক্তি সবকিছু খুঁজে দুর্ঘটনাস্থল গাছের গোড়ায় এনে রাখছিলেন। হয়তো নিহতদের স্বজনরা শেষ স্মৃতি হিসেবে ঘটনাস্থল থেকে এসব নিয়ে যাবেন। দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়েছে গাছটিও।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, টেকনাফ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক কলেজছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান। নিহত ফারহানা আফরিন শিফা (১৯) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া টিচার পাড়ার মো. আফসার উদ্দিনের মেয়ে। তিনি কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু শহীদুল আমিন ওরফে তানিব (২২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জাহেদুল ইসলামের ছেলে। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র।
ঘটনায় হতাহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, সোমবার সকালে দুই বন্ধু–বান্ধবী মোটরসাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ ঘুরতে যান। বেলা ১২টায় কক্সবাজার ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বান্ধবীর মৃত্যু ঘটে এবং বন্ধু গুরুতর আহত হয়। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কলেজছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক মশিউর রহমান।