৭৫০ যাত্রী নিয়ে কক্সবাজার স্টেশনে ৫ ঘণ্টা অপেক্ষা পর্যটন এক্সপ্রেসের

মালবাহী বগি লাইনচ্যুত

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজার রুটে ইসলামাবাদ স্টেশনে একটি মালবাহী বগির ২টি চাকা লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। যার ফলে ৭৫০ জন যাত্রী নিয়ে রাত ৮টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেসটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রেনটি স্টেশনেই অপেক্ষা করছিল বলে জানা যায়।

তিনি বলেন, গতকাল রাত ৮টায় ঢাকাগামী ‘পর্যটন এক্সপ্রেস’ ছাড়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদ স্টেশনে প্রকল্পের একটি মালবাহী বগি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যার কারণে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হতে পারেনি। তবে লাইনের কাজ চলছে। রাত ১টার মধ্যে পর্যটন এক্সপ্রেস যাত্রা করবে।

প্রকল্পের কর্মচারীরা জানান, মালবাহী বগিটি রেল লাইনের পাথর দেওয়ার কাজে নিয়োজিত। পাথর ফেলার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে লাইনের কাজ দ্রুত করা হচ্ছে।

ঢাকার উদ্দেশ্যে পর্যটন এক্সপ্রেসে যাত্রা করা আসিফ ও নজরুল নামের দুই যাত্রী জানান, ঢাকায় যাওয়ার জন্য আমরা পাঁচ বন্ধু ট্রেনটিতে উঠি। কিন্তু উঠার পর শুনতে পাই এই দুর্ঘটনার খবর। ৪৫ ঘণ্টা ধরে স্টেশনেই অপেক্ষা করছি। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশু ফাইজাকে ‘ধর্ষণের পর হত্যা’, মূল হোতাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধঅংশ নেওয়ার ঘোষণা দিয়েও সরে দাঁড়াল সমমনা