রাউজানের পূজা করার সময় শাড়িতে মোমবাতির আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে ননীবালা নামে ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানান, শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের প্রদীপ মিস্ত্রীর বাড়ির ভাড়া ঘরে থাকা পূজার আসনে মোমবাতি জালিয়ে পূজা আর্চনা করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।
তাকে উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। নিহত ওই নারী রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আঁধার মানিক গ্রামের বসু দে মহাজনের স্ত্রী।
তিনি চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে থাকতেন প্রায় একযুগ ধরে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক জাবেদ মিয়া।