উখিয়ায় টমটমের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধ সিএনজি টেঙির চাপায় প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার দুপুরে কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তি উখিয়ার কুতুপালং ১/ইস্ট লম্বাশিয়া ক্যাম্পের এ/৯ ব্লকের রোহিঙ্গা মৃত মুসন আলীর ছেলে গুরা মিয়া (৬৭)। তিনি দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় সড়কে পড়ে যান। সেখান থেকে উঠার চেষ্টাকালে দ্রুতগামী একটি সিএনজি টেঙি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজি টেঙি পালিয়ে গেলেও টমটমটিকে জব্দ করে বলে জানায় উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান।











