দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা

চট্টগ্রামে সনাক আঞ্চলিক সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কার্যকর প্রয়োগ, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা, ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থ পাচার রোধে কার্যকর উদ্যোগগ্রহণের দাবি জানিয়েছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সদস্যবৃন্দ। ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার : নাগরিক ভাবনা’ শ্লোগান নিয়ে নগরীর একটি হোটেলে সনাক আঞ্চলিক সম্মেলনে সদস্যরা এ দাবি জানান। চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ১০টি সনাকের শতাধিক সদস্যরা দুর্নীতিবিরোধী এই আঞ্চলিক সনাক সম্মেলন শেষ হয়েছে।

সনাক সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বদরুল হুদা জেনু, সনাক চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী এবং টিআইবির ফারহানা ফেরদৌস। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে আমাদের জাতীয় আয়ের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, দুর্নীতি না হলে প্রবৃদ্ধি ১০ শতাংশ হতে পারতো। বিশ্বে যে সকল দেশ অর্থ পাচারের শীর্ষে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এক শ্রেণির মানুষ অর্থ পাচার করলেও তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না। যদি অর্থ পাচার নিয়ন্ত্রণ করা যেতো তাহলে বছরে দেশের ১২ বিলিয়ন ডলার অর্থ রক্ষা করা হত। নিম্ন আয়ের মানুষের কাঁধে বিত্তশালীদের ঋণের বোঝা, অথচ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ বা প্রয়োজনে নতুন আইনি কাঠামো গড়ে তুলতে হবে। আলোচনায় বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র বড়ুয়া, ফরিদ উদ্দিন চৌধুরী, ডা. পীযূষ কান্তি বড়ুয়া, অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু, মাসুক আলতাফ চৌধুরী, এম এ মর্তুজা পলাশ, প্রফেসর জেড. এম ফারুকী, মো. ফজলুর রহমান, মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, শাহনাজ বেগম, জেসমিন সুলতানা পারু, সেলিনা আক্তার, সঞ্জয় বিশ্বাস, রনেন্দু বিকাশ দে, কাজী শাহাদাত, এসএমএকে জাহাঙ্গীর, রোকেয়া বেগম শেফালী, শেফালিকা ত্রিপুরা, প্রফেসর মো. রফিকুল আহসান, শুভংকর বিশ্বাস, আবদুন নূর, নিরুপা দেওয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু