শিক্ষানুরাগী নজরুল ইসলামের ইন্তেকাল

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের শ্বশুর, হাসপাতালের এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইফতেখার তানিমের পিতা ও জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জেসমিন বেগমের শ্বশুর, ফিরিঙ্গীবাজার দোভাস বাড়ির বাসিন্দা শিক্ষানুরাগী মো. নজরুল ইসলাম গতকাল ১৯ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)

মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম এবং দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর গভীর শোক প্রকাশ করেছেন হয়। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে নজরুল ইসলামের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ এশা ফিরিঙ্গী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে বাইশ মহল্লা চৈতন্নগলি কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুম নজরুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর গ্যাসের হাহাকার সরকারের কানে পৌঁছায় না