কক্সবাজারে যাত্রীবেশে অস্ত্র বহন, আটক ৩

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় দেশিবিদেশি অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় বাজার সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম। আটকরা হলেনচকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার ফরিদুল আলমের ছেলে মো. সালাউদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার আব্দুল গণির ছেলে জিয়াউল হক জিকু এবং বান্দরবানের লামা উপজেলার হাতিরছড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান। খবর বিডিনিউজের।

এসআই মনিরুল ইসলাম বলেন, অস্ত্র পাচারের গোপন খবর পেয়ে ঈদগড় বাজার এলাকায় সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামার নির্দেশ দেওয়া হয়। ইজিবাইকে যাত্রীবেশে থাকা তিনজনের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, দেশে তৈরি একটি লম্বা বন্দুক ও ছয়টি গুলি পাওয়া যায় বলে জানান তিনি।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসআই আরও বলেন, ওই তিন ব্যক্তি রামুর গর্জনিয়া এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছেন। অস্ত্রগুলো চকরিয়ার ডুলহাজারায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তারা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য; অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা হারুন
পরবর্তী নিবন্ধটেকনাফে ৩৯ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ