বীর মুক্তিযোদ্ধা হারুন

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মীরসরাই নিবাসী হারুন আল রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৮০ বছর। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৩টায় তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ গত কয়েকদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতিনাতনি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য মাহবুবর রহমান রুহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমীর কান্তি কর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে যাত্রীবেশে অস্ত্র বহন, আটক ৩