ভাত ও ভোটের অধিকারের সংগ্রাম জোরদারের আহবান

সিপিবি চট্টগ্রাম জেলার মহাসমাবেশ

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকী উপলক্ষে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার সিনেমা প্যালেস চত্বরে বিক্ষোভ সমাবেশ সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া প্রমুখ। শেষে একটি লাল পতাকার মিছিল সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লা হয়ে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, আওয়ামী ও বিএনপি ধারার বাইরে বাম গণতান্ত্রিক প্রগতিশীলদের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। ভাত ও ভোটের সংগ্রামকে অপ্রতিরোধ্য করে তুলে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন
পরবর্তী নিবন্ধমাঝ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না