ফুটপাতে পাওয়া মোবাইল মালিককে ফিরিয়ে দিলেন ট্রাফিক সার্জেন্ট

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় ফুটপাতে কুড়িয়ে পাওয়া একটি মোবাইল প্রকৃত মালিক ইন্দ্রজিৎ ত্রিপুরাকে ফেরত দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকপশ্চিম বিভাগের ১১ ব্যাচের সার্জেন্ট মো. নবীর হোসেন। গতকাল ১৯ জানুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে বড়পোল এলাকায় দায়িত্বরত সার্জেন্ট ফুটপাতে মোবাইলটি কুড়িয়ে পান।

সার্জেন্ট মো. নবীর হোসেন জানান, শুক্রবার সকালে বড়পোল এলাকায় দায়িত্ব পালন করার সময় ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় মোবাইলটি পাওয়া যায়। মোবাইলটির ডায়াল কল দেখে কয়েকটি নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর উপযুক্ত প্রমাণসহ মোবাইলটির প্রকৃত মালিক ইন্দ্রজিৎ ত্রিপুরা আগ্রাবাদের বাসা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার হাতে মোবাইলটি তুলে দেয়া হয়। বান্দরবানের রুমা উপজেলার সালেম পাড়ার অন্তর ত্রিপুরার পুত্র ইন্দ্রজিৎ ত্রিপুরা তার হারানো মোবাইলটি ফেরত পেয়ে সার্জেন্ট মো. নবীর হোসেনসহ পুরো ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় দুস্থদের সহায়তায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর সাথে কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সাথে মতবিনিময়