মহেশখালীতে অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী মামুন ও আব্দুল গফুরকে ৩টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব ১৫।

র‌্যাব জানায়, কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালালিয়াকাটা এলাকার দিলুয়ারার বসতঘরে অবস্থান করার সময় গত ১৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হোয়ানকের কালালিয়া কাটা গ্রামের বাসিন্দা মৃত জাফরের ছেলে মো. আব্দুল গফুর ওরফে লাতু (৪৫), মো. মঞ্জুর আলমের ছেলে মো. মামুন (২৪)

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মহেশখালীর হোয়ানক এলাকার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী।

তারা ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে এলাকায় অবৈধ অস্ত্র তৈরি ও চিংড়ি ঘের দখলে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে থাকে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্যে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করে র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়লা বেগম
পরবর্তী নিবন্ধআনোয়ারা প্রেস ক্লাবের কমিটি গঠন