নানা উদ্ভাবন নিয়ে বিসিএসআইআরের বিজ্ঞান-শিল্প-প্রযুক্তি মেলা শুরু

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

নানা উদ্ভাবন নিয়ে চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজ্ঞানশিল্পপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদারউলআলম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিক গঠন অত্যাবশ্যক। আর স্মার্ট নাগরিক গঠনের জন্য স্কুলকলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে বিসিএসআইআর প্রতিবছর বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলার আয়োজন করে থাকে। বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ড. বরুণ কান্তি সাহার সভাপতিত্বে ও সিনিয়র সাইন্টিফিক অফিসার এ. জে. এম. মোর্শেদ সোহাগের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. দীপংকর চক্রবর্তী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের ৪৯ শতাংশ পানিতে উচ্চমাত্রার আর্সেনিক
পরবর্তী নিবন্ধপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির মতবিনিময়